নিজস্ব প্রতিবেদকঃ
কোন পুরুষ ৬৫ বছর বা নারী ৬২ বছর অথবা কেউ বিধবা হলে ৬০ বছর হওয়া মাত্র আবেদন করলে সবাইকে ভাতা দিবে সরকার।
সকল উপজেলায় বিধবা এবং বয়ষ্ক ভাতা শতভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ১০০ টি উপজেলায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সকল উপজেলাতে দেওয়া হবে।
উপজেলা সমাজসেবা অফিসে গেলেই কোন ধরণের ফি ছাড়াই ভাতার কার্ড করানো যাবে। সহযোগিতা নিতে পারেন স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার বা চেয়ারম্যানের। এজন্য কোন দালালকে ১ পয়সাও দিতে হবেনা।
ভাতাভোগীর প্রয়োজনীয় কাগজপত্র:
১/জাতীয় পরিচয় পত্রের ২ টা ফটোকপি।
২/ ৬ টা পাসপোর্ট সাইজের ছবি।
৩/ ভাতাভোগীর মোবাইল নাম্বার। যে নাম্বারে সরকার টাকা পাঠাবে।
নমিনি:
১/ জাতীয় পরিচয় পত্রের ২ টি ফটোকপি।
২/ ৩ টা পাসপোর্ট সাইজের ছবি।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।