নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার ধুনটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শনিবার দুপুর ১২ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে জন্মবার্ষিকী পালন করা হয়।এরপর ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট-শেরপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব রেজাউল করিম রেজা ও মুহাম্মদ আসিফ ইকবাল সনি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মহসীন আলম, জনাব বাহাদুর আলী। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কৃপা সিন্ধু বালা। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাবা নাজনীল নাহার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আলী আশরাফ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।