এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়াঃ-
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ করা হয়। শোভা যাত্রায় উপজেলা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাংবাদিক আমিনুল শ্রাবন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ধুনট প্রতিনিধি মাসুদ রানা, উপজেলা ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্লাবন আমিন,সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক কারিমুল হাসান লিখন, সাংবাদিক এস এম ফজলে রাব্বী শুভ, জাহিদ হাসান, জাফিউল বাবু, সাংবাদিক তারিকুল ইসলাম, জিল্লুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভ্যতার উৎকর্ষে যে কয়টি শিল্প মাধ্যম তৈরী হয়েছে, তার মধ্যে ফটোগ্রাফি ধরে রেখেছে তার স্বতন্ত্র অবস্থান। ফরাসি উদ্ভাবক ‘জোসেফ নিসেফোর নিপেক’ প্রথম ছবিটি তিনি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুরে, ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিস্কার করেন। এই উপায়ের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যাবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। ১৯৩৯ সালের ১৯ আগস্ট ফ্রান্স সরকার এটিকে স্বীকৃতি দান করে। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তখন থেকে আজ ডিজিটাল যুগ পর্যন্ত প্রতি সেকেন্ডে লাখো মানুষ কোটি কোটি ছবি তুলে। ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছরের এই দিন বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি পালন করা হয়। আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট বিশ্বের বিভিন্ন ফটোগ্রাফার কমিউনিটির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শিত হয়। আলোকচিত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের অবদান গুরুত্বপূর্ণ। বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে তা সমাধানের পথ প্রশস্ত করেছে সাংবাদিক সমাজ। সেক্ষেত্রে ফটোসাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। একটি ছবি বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। সারা বিশ্বকে আলোড়িত করে ফটোসাংবাদিকদের ছবি। তাই সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। বিকৃত ছবি প্রচার বা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।