​বগুড়া ধুনটে ভালোবাসা দিবসে ফুলের দোকানে নানা বয়সী মানুষের ভিড়।।

এস এম ফজলে রাব্বি শুভ- ধুনট- বগুড়া-

অাজ ১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনের দিন। প্রিয় মানুষটিকে আরও বেশি কাছে পাওয়ার, আরও বেশি ভালোবাসা, জানার ও বোঝার দিন।এই দিনে তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশ করার আনুষ্ঠানিক দিন এটি।তাইতো প্রিয় মানুষটিকে খুশি করতে ফুল কিনতে হুমরি খেয়ে পড়ে ফুলের দোকানে।

শুধু  শহরে নয় উপজেলাতেও দেখা গেছে এমন চিত্র।তেমনি  বগুড়ার  ধুনটেও  বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুজিব চত্তরে এমন চিত্র দেখতে পাওয়া যায়।

ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে জমে উঠেছে ফুলের কেনা বেচা ।ধুনট শহর জুড়েই যেন উৎসবের ঘনঘটা আর এই দুই উৎসবেরই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘ফুল’নানান রঙ, নাম ও সুগন্ধের ফুল।


হাজার বছর ধরে ভালোবাসা আর পবিত্রতার প্রতিক হিসেবেই যার পরিচিতি। তাইতো বছরের আনন্দ উৎসব গুলো সামনে রেখে প্রতীক্ষায় থাকে ফুল ব্যবসায়ীরা। বসন্তবরন ভালোবাসা দিবস ও মহান একুশে ফেব্রয়ারীকে সামনে রেখে ফুল মজুদ করেছেন ব্যবসায়ীরা।


ধুনট পৌর শহরের মুজিব চত্তরে  ফুল বাজার ঘুরে ফুল ব্যবসায়ী স্বরসতি ও সিমা অাক্তারের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিনটি বিশেষ দিন পালনের লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন তারা। কেবল বসন্ত বরন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি করে অর্জিত হবে কাঙ্খিত লক্ষ্য ও।


Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم