সারাদেশের ন্যায় বগুড়ার ধুনট উপজেলায় শুরু হলো প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিষেধক টিকা কার্যক্রম। রবিবার (৭ ফেব্রয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত সর্বপ্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই টিকাদান কার্যক্রম আরম্ভ হয়।প্রথম দফায় ৯ হাজার ২ শত ৮২ টি ভ্যাকসিন বরাদ্দ পায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
টিকাদানের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর হতে এপর্যন্ত ধুনট উপজেলাা ২৩০ জন ব্যক্তি করোনার টিকা গ্রহণ করার জন্য নাম নিবন্ধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার টিকা গ্রহণের পর প্রথম আলোর ধুনট প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা ও এস আই আতিকুর রহমান সহ নিবন্ধিতদের মধ্যে টিকাদান কার্যক্রম অব্যাহত আছে। প্রথম দফা টিকা গ্রহণের পর একমাস পর দ্বিতীয় দফা টিকা গ্রহণ করতে হবে।
করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ভীতি দূর করতে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। বাংলাদেশে আমদানিকৃত অ্যাষ্টোজেনেকার ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের তুলনায় কার্যকর নিরাপদ ও পাশ্বপ্রতিক্রিয়ামুক্ত।
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ রুনু বেরানিকা কস্তা দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা গ্রহণ করেন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।