নির্যাতিতা নারীদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা ক্যাটাগরীতে বগুড়া জেলার শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছিলেন ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তিযোদ্ধার সন্তান স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথি।গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদের সভা কক্ষে উক্ত সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক।
তার ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে বগুড়া জেলার শ্রেষ্ঠ জয়ীতা স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা শিক্ষা অফিস। সম্মাননা প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, নূরুল ইসলাম, আক্তারুজ্জামান, বিপুল চন্দ্র, মাকসুদুর রহমান, আরিফুল ইসলাম, উচ্চমান সহকারী ইব্রাহিম খলিল, অফিস সহকারী ফরিদুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।