বগুড়া ধুনটে  মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ত্রাণ সহায়তা তহবিল হতে ধুনট পৌর এলাকার ৪ শত দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন বগুড়া-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

৯ জানুয়ারি শনিবার বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী টি আই এম নুরুন্নবী তারিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ।

এছাড়াও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খাঁন সেলিম সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কালে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন পূরনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার ব্যাক্তিগত ত্রাণ সহায়তা তহবিল হতে সারাদেশের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم