বগুড়া ধুনট শেরপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মহোদয়ের পুত্র প্রোকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি কে নিয়ে কবিতা লিখলেন ধুনটের ময়নুল হাসান চপল। কবিতাটিতে লেখা আছে-
কথা দিয়ে, কথা রাখেন
কথার আছে দাম,
আসিফ ইকবাল নামে চিনি
সনি ডাক নাম।।
সারাদিন ব্যস্ত থাকেন
নানা রকম কাজে,
নিজেকে বিলিয়ে দেন
গরীব দুঃখীর মাঝে।।
ঐক্যবদ্ধ করতেই
পেতেছেন জাল,
শক্ত হাতে ধরেছেন
নৌকার হাল।।
রাজনীতি নিয়েই তাঁর
কেটে যায় বেলা,
সকাল সন্ধ্যা চষে বেড়ান
দুই উপজেলা।।
কার ঘরে ভাত নাই
কার নাই শাড়ি,
খবর পেয়ে ছুটে চলে
নিজেই তাঁর বাড়ি।।
আর কত? আর কত?
চলা হবে শেষ?
শুভ কামনা, আর-
শুভেচ্ছা অশেষ।।
কবিতাটি লেখেছেন মোঃ ময়নূল হাসান চপল। ১৯৭০ সালে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে জন্ম গ্রহণ করেন তিনি।
ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন।
লেখালেখি তার নেশা; পেশা নয়। ছোটবেলা থেকেই একটু একটু লেখালেখি করে থাকেন তিনি। মূলত ছড়া কবিতাই বেশি লেখেন তিনি। সমকালীন ঘটনার উপরে অনেক লেখা থাকলেও, সব প্রকাশ করেন না।
নয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। লেখালেখিতে ভাইবোনেরা সবাই তাকে উৎসাহ দেন। এখন বেশি উৎসাহ পান তার সহধর্মিণী ফাহমিদার কাছ থেকেই।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।