বগুড়ার ধুনটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশব্যাপি জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে ধুনট উপজেলা মুজিব চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুজিব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল রেজাউল করিম , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, শাহীন, সুজাউদ্দৌলা রিপন, আতিকুল ইসলাম আতিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁন, সহ সম্পাদক সুজন শেখ, সেচ্ছাসেবক লীগের সাধারণত সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সবুর, পৌর শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর। এছাড়াও সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদ্বয় সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
   
এসময় প্রধান অতিথির বক্তব্যে এম পি পুত্র আসিফ ইকবাল সনি বলেন- "বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে সাম্প্রতিক সময়ে জামাত বিএনপি'র দোসর হেফাজত ইসলামের নেতা বাবু নগরী ও মমিনুলের বক্তব্য এখনই প্রত্যাহার করতে হবে। না হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বাংলার মাটিতে তাদের শক্ত হাতে প্রতিহত করবে।"

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন