সম্পাদক:- সুজন সাদ, রিপোর্ট:- এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়ার ধুনটে সম্প্রতি আলোচিত ঘটনা ইজিবাইক চালক মিনহাজ হত্যার দায়ে আসামী রাব্বীর ফাঁসির দাবিতে রবিবার সকাল ১০ ঘটিকায় চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় মানব বন্ধন করেছে শ্রমিক সংগঠন ও এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে নিহত মিনহাজের পরিবার খুনী রাব্বীর ফাঁসির দাবি জানান। সেই সাথে কাঁন্না বিজড়িত কন্ঠে আরো বলেন, আর যেন কোন মায়ের বুক খালি না হয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে মিনহাজ হত্যার উপযুক্ত বিচার চাই। এ সময় উপস্থিত ছিলেন, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, জাহিদ হাসান বিপ্লব, বহালগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল বারী খান, বিশ্বহরিগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস খান, ইউপি সদস্য জামাল, ছবুর, ধুনট উপজেলা শ্রমিক সমিতি নেতা ইউনুস আলী, ফরহাদ হোসেন, রোমান আলী সহ অনেকে।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।