পপি রানী পোদ্দার-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি।
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার প্রিয় দিদি। তোমার একটা হাসিতে আলোকিতো হোক ধুনটের প্রতিটি নারীর মুখ, মানুষের বিপদে আপদে সব সময় পাশে থাকো, ধুনটে আনাচে কানাচে তৈরি হোক নারী নেতৃত্ব, রাজপথে তোমার সাহসী অভিযান আরো প্রসস্ত হোক এই প্রত্যাশা রইলো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন দিদি। শুভেচ্ছা তোমায় সারাক্ষণ মুখখানি থাকুক হাসিময়, একবিন্দু জলও না আসুক চোখের কোনায় স্বপ্নআঁকা হৃদয়টি থাকুক গতিময়, ভালো থাকুক প্রিয়জন সবসময় এই কথা লিখে দিলাম প্রার্থনার খাতায়।
তোমার তরে কৃষ্ণচূড়া
তোমার তরে আকাশ নীল,
তোমার তরে রংধনু রং,
আজ তোমার জন্মদিন।
তোমার তরে শুভেচ্ছা আমার
নীল খামে রবে অমলিন।
ছড়িয়ে দাও তোমার সৌরভ
ছড়িয়ে দাও ভালবাসা,
রাঙিয়ে দাও তোমার পৃথিবী
বেঁচে থাকো নিয়ে আশা।
তোমার আলোয় ঘোচে যাবে
নিরাশার অন্ধকার,
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর এপার-ওপার।
তোমার বুকে স্বপ্ন থাক, রাত্রি-দিন
আজ তোমার জন্মদিন।।
শুভেচ্ছান্তে-
এস এম ফজলে রাব্বী শুভ
সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মী।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।