সুজন সাদ- ডেস্ক রিপোর্ট:- বগুড়া ধুনটে সাংবাদিক শুভ তার গ্রামের বাড়ি মোহনপুরে শখের বশে গড়ে তুলেছেন লেবু ও পেঁপের বাগান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তার গ্রামের বাড়িতে ঢুকতেই প্রথমেই নজরে আসে কয়েক জাতের আম, লেবু, পেয়ারা, পেপে এরই পাশে লাগানো লাউ, পুইশাক। বাগানে ঢুকলেই প্রশান্তিতে মনটা ভরে যায়, লেবু গাছের লেবুর সমাহার। এ ব্যাপারে সাংবাদিক শুভর কাছে জানতে চাইলে তিনি বলেন, "ছোট বেলা থেকেই আমার গাছ লাগানো একটা নেশায় পরিনত হয়েছে। গ্রামে বাড়ি ঘর থাকলেও পিতার চাকরির সুবাদে ধুনট সদরেই থাকতে হয়। মাঝে মাঝে গ্রামে যাওয়া হয়, হঠাৎ মাথায় এলো বাড়ীর বিশাল উঠানটি কিভাবে কাজে লাগানো যায়, পিতার সাথে পরামর্শ করে পতিত জমিতে গড়ে তুললাম লেবু, আম ও পেঁপের বাগান।"

তিনি আরো বলেন, "বাড়ির আশেপাশের পড়ে থাকা ফাঁকা জায়গায় যদি আমরা ছোট ছোট আকারের বাগান তৈরি করি তাহলে সেই বাগান থেকে নিজেদের চাহিদা মতো বিষমুক্ত ফল ও সবজি খেতে পারবো। শুধু তাই নয়- বিষমুক্ত খাবার খেতে বাগানের ভিতরেই লাউ, পুঁইশাক, কাঁচা মরিচ, বেগুন গাছ লাগিয়েছি। সবচেয়ে বড় কথা এই সবজী গুলো আমাদের কিনতে হয়না।এতে আমরা ফরমালিন মুক্ত সবজী ,ফল ক্ষেতে পারছি। এছাড়াও বাগান একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে তেমনি বাড়ির প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে।"

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন