শেরপুর প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের প্রায় ১ হাজার চারা গাছ উপজেলার দশটি ইউনিয়নের জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনটের (বগুড়া-৫) জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।