এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়াঃ-
বগুড়ার ধুনটে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে সানজিদা হাসান কেয়া ( কেয়া আনছারী )। সে ধুনট পুরাতন প্রেস ক্লাবের সভাপতি কামরুল আনসারীর একমাত্র মেয়ে। কেয়া ধুনট সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা, দুস্থদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা।
কর্মসূচির অংশ হিসেবে “আমার মুজিব” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছে সানজিদা হাসান কেয়া ( কেয়া আনছারী )। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মহোদয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, ধুনট পৌর মেয়র এ জি এম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিল নাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।