শেরপুর প্রতিনিধি:
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী আজ।
জাতি-গোত্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি একযোগে গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করে। সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুর উপজেলার সর্বস্তরের মানুষও আজ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।
শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উক্ত শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (শেরপুর-ধুনট) বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আহসান হাবীব আম্বিয়া, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিয়াকত আলী শেখ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ শেরপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শাহজামাল সিরাজীর পরিচালনায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও
দেশের শান্তি এবং অগ্রগতি কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য ঘাতক খন্দকার মোশতাকের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর নিজ বাসভবনে
স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল এবং শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।