বগুড়া ধুনটে অসহায় দরিদ্র পরিবারের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ
এস এম ফজলে রাব্বি শুভ- ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপকারভোগী ৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ধুনট শাখা চত্বরে থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান।
বাংলাদেশ এক্সটেনশন এক্সটেনশন সার্ভিসেস (বিজ) এর ধুনট শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শিক্ষা প্রকল্পের ধুনট শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল ও বিএনপি নেতা আব্দুর হান্নান।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।