বগুড়া ধুনটে শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন।।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে ধুনট উপজেলা প্রশাসন। বেঁচে থাকলে এদিন তার ৫৯ বছর পূর্ণ হত।
দুই বছর আগে থেকে শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
এই প্রতিবাদ্যকে ধারন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ দিবস পালন করেছে।এরেই ধারাবাহিকতায় বগুড়া ধুনট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। এসময় সরকারি কর্মকর্তা সহ ধুনট উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তন, ধুনট।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।