​বগুড়া ধুনটে মথুরাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড।।


নিজস্ব প্রতিবেদক - 


ধুনট উপজেলার মথুরাপুর বাজারের পূর্বপার্শ্বে ইবনে সাউদ এ্যান্ড ফার্নিচারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ২০ সেপ্টেম্বর বুধবার রাত্রি আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীগণ। 


ইবনে সাউদ কাশিয়াহাটা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার। দীর্ঘদিন ধরে মথুরাপুর গ্রামের মনিরুজ্জামান জামাল ও আব্দুল মজিদের ঘর ভাড়া নিয়ে ব্যবসা কার্য চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতোই ব্যবসায়িক কার্য শেষ করে প্রতিষ্ঠানে তালা লাগিয়ে নিশ্চিন্তে মনে বাড়ি চলে যান। এর-ই মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড। 


ইবনে সাউদ এর ব্যবসা প্রতিষ্ঠানে থাকা প্লাস্টিক, ফার্নিচার ও গ্যাসের চুলা এবং সিলিন্ডারের কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই আগুনের শিখা দেখে উপস্থিত জনতা দমকল বাহিনীকে অবহিত করে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় রাত্রি প্রায় ১১ ঘটিকার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 


অপর দিকে ব্যবসায়ী ইবনে সাউদ এর ২টি ভাড়া ঘর ও আব্দুর রশিদ এর ১টি মুদি দোকানের সকল পণ্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ লক্ষাধিক। মথুরাপুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم