​নিজস্ব প্রতিবেদক -বিডিওয়ান পেপার-


বগুড়া জেলার শেরপুর উপজেলায় রেজিস্ট্রার বাজার সংলগ্ন ঐশী ভ্যারাইটিস ষ্টোর দোকানে গভীর রাত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে পুড়ে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল হয়েছে ছাই।


জানা যায় ঐশী ভ্যারাইটিস ষ্টোর দোকান মালিক শ্রী সুমীর কুমার কুন্ড হাটখোলা রোড খন্দকার পাড়া দোকানটি ৫বছর মেয়াদে ডিড লিখে নেন আরেক শ্রী সুমীর কুমার কুন্ড এর নিকট হতে তার বাড়ী শেরপুর পৌরসভা এর নিকট গত ২ বছর ৬ মাস অন্তর যেতে না যেতেই হঠাৎ করে গভীর রাত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে পুড়ে ভস্মীভূত হল দোকানে থাকা সমস্ত মালপত্র। এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক বলেন আমার প্রায় ৮থেকে ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুনে পোড়ানো খবর পেয়ে শেরপুর উপজেলা কর্মকর্তা জানবা সানজিদা সুলতানা এসে আগুনে পোড়ানো দোকান পরিদর্শন করেন। তবে আজ ভোর ৩ টা ৪৫ মিনিটের মাথায় শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে করে আশেপাশে থাকা দোকান গুলো এই আগুনের হাত থেকে রক্ষা পায়।


Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم