​বগুড়া ধুনটে সবেক ছাত্রনেতাদের অায়োজনে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।।


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া-


বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বৃহত্তম  সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করল আজ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আন্দোলন-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে ৭৬ বছরে পদার্পণ করল দেশের সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন।


আজ বুধবার বগুড়া ধুনটে সাবেক ছাত্র নেতাদের বণ্যাঢ্য  অায়োজনে  তীব্র শীতের মধ্যে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,বণ্যাঢ্য র‍্যালী,কেক কর্তন,দোয়া ও খাবার বিতরনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন  করেছে সংগঠনটির নেতারা।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ অাসিফ ইকবাল সনি, 


ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাদের অায়োজনে উক্ত অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাবেক সহসভাপতি গোলাম সোবাহান,শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা,অাহসান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন অালম, পৌর মেয়র এজিএম বাদশাহ, পৌর অাওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ এফ এম ফজলুল হক, অাওয়ামীলীগ নেতা এম এ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু,সহ সভাপতি অালিম অাল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরকার,সাংগঠনিক সম্পাদক অাতিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সহ সভাপতি হাদিউজ্জামান হাদি,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা ও সাবেক সাধারন সম্পাদক নিয়ামুল হাসান লিমন সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন। 


অপর দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাদের অায়োজনে অনুষ্ঠানে বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি  জাকারিয়া খন্দকার /সাধারন সম্পাদক অাবু সালেহ স্বপন উপস্থিত না থাকলেও তারা পৃথক ভাবে  দিনটি উদযাপন করে নেতারা।


Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم