বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করে ধুনট উপজেলা আওয়ামী লীগ। ২০১৮ সালের এইদিনে বর্ষীয়ান এই নেতা না ফেরার দেশে চলে যান।

বুধবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সম্মানিত  সদস্য ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি,
সহ-সভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম।

এছাড়াও যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক ছাত্রলীগ নেতা হাসান খসরু খান নুপুর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم