বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩'তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধুনট শহর শাখা কর্তৃক আজ সন্ধ্যায় ধুনট মুজিব চত্বরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মহসিন আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, গোসবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন, ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব হাসান, তানভীরুল ইসলাম তানভীর, নন্দ রয়, নাঈম ইসলাম, ধুনট শহর ছাত্রলীগ নেতা চয়ন শেখ, মেহেদী, রাজু রয়, আনন্দ রয় প্রমুখ।

উল্লেখ, দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলেই ‘মুসলিম’ শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’।

গত সাত দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময়।

ছাত্রস্বার্থ রক্ষার পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ আমলের অনেক সংকটকালীন সময়ে ছাত্রলীগ ছিল আন্দোলনের নেতৃত্বের ভূমিকায়। দাবি আদায়ের সংগ্রামে ঝরে গেছে বহু নেতাকর্মীর প্রাণ।
প্রতিষ্ঠাকালে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫ সেপ্টেম্বর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দেশজুড়ে/রাজনীতি

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم