"ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই" এই স্লোগানকে ধারণ করে বগুড়ার ধুনটে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুমকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ধুনট এর আয়োজনে ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৪ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক আট টায় নসরতপুর গ্রামের বেল্লাল হোসেন খোকনের মেয়ে  ভিকটিম তাবাচ্ছুম তার দাদা আব্দুস সবুর, দাদী ও দুই ফুপুর সঙ্গে নিজ গ্রাম নসরতপুরে বাড়ির নিকটবর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়।জানা যায়, মাহফিল ময়দানে সে একা একা হাটাহাটি করছিলো।রাত্রি আনুমানিক ১০ টায় তাবাচ্ছুম  নিখোঁজ হলে স্থানীয় লোকজন  খুঁজতে শুরু করে। অনেক খোজাখুজির পর রাত একটায় নিজ গ্রামের জৈনক বাদশার বাঁশঝাড়ের নিকট হতে শিশু তাবাচ্ছুমকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে শিশু তাবাচ্ছুমকে শ্বাস রোধ করে হত্যা করার পূর্বে কোন এক নরপশু তাকে ধর্ষণের মতো পাশবিক নির্যাতন করে ফেলে রেখে পালিয়ে গেছে।
  
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাঁচথুপী নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহালুল হক রুবেল, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব ধুনটের উপদেষ্টা আসাদুল ইসলাম রুবেল, কেএম ফজলে রাব্বি, সাবেক সভাপতি খোকন মাহমুদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, শাহরিয়ার সুমন, সাগর মাহমুদ, নাফি, সদস্য গোলাম রুহানী, মফিজুর সাগর, আশরাফুল আব্দুল্লাহ, ইমন রেজা, রানা বাবু, মুন, অনিক, আলীম, মিলন, আপেল, রাব্বি, এবিএম আশিকুর রহমান, আশিক রানা, সিজান, সোহাগ, রুবেল, মেহেদী হাসান জীবন, সৈকত, মেহেদী হাসান নাদু, শিক্ষার্থী সুফল, আলম হাসান, আসমা নুসরাত লাবনী, ইশরাত রেফা, আরেফীন বাদল, কমল, ইয়ামিম, লিমন, বিদ্যুৎ, রাব্বি মন্ডল ও খান সবুজ প্রমুখ।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم