বত্রিশ বছর আগে পৃথিবীতে এসেছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকালই ছিল তার জন্মদিন। কেক কেটে দিনটি উদযাপনও করেছেন। কিন্তু কেকের মধ্যে লেখা ছিল ২৩তম জন্মদিন! অবাক করা বিষয় হলেও ঘটনা সত্য। ন্যান্সি স্বীকারও করেছেন বিষয়টি।

বলেছেন, ২৩তম জন্মদিনই পালন করেছি এবার। কিন্তু বয়স তো তার ৩২! আট বছর কেন লুকালেন? এমন প্রশ্নের উত্তরে এ গায়িকা বলেন, ‘৩২ সংখ্যাটা উল্টে দিলেই ২৩ হয়ে যায়। আমি এখনও এ ২৩ বছর বয়সটাই নিজের মধ্যে ধারণ করি।

যদি বেঁচে থাকি তাহলে আগামী ৮ বছর নিজেকে এ সংখ্যাতেই বেঁধে রাখব।’ তবে কী ৪০ বছর বয়সেও নিজেকে ২৩ বছর বসয়ী ভাববেন? এ বিষয়টিও পরিষ্কার করেছেন এ সঙ্গীতশিল্পী। বলেছেন, ৪০-এর পর নতুন বয়সের ছক আঁকব। তখন হয়তো নতুন কিছু ভাবব। সেটা চার বছরের শিশুও হয়ে যেতে পারে!’ বর্তমানে কিছু নতুন গানের কাজ করছেন এ গায়িকা। তার মধ্যে কয়েকটি গান প্রকাশও হয়েছে।


অনলাইন/বিনোদন ডেস্ক/bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم