ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক। উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ, ২০১৯ সালের ৯ এপ্রিল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিল্টন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফলে তার পদটি শুন্য হয়ে যায়। শনিবার উক্ত সাংগঠনিক সম্পাদক পদে ধুনট সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কায়কোবাদের ছেলে আতিকুর রহমান আতিক কে (কো-অপ্ট) নিযুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেন- "সংগঠনের প্রয়োজনে সাংগঠনিক গঠনতন্ত্র মোতাবেক ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক কে ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে কো-অপ্ট করেছি।"

bd1paper- দেশজুড়ে/ধুনট/বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم