বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে হযরত আলী (২২) নামের এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা সহ আটক করেছে ধুনট থানা পুলিশ। আটককৃত হযরত আলী উপজেলার গোসাই বাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

থানা সুত্রে জানা যায়, ধুনট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে ২ নভেম্বর রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে নাটাবাড়ি বাজার এলাকা হতে মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করে। এ সময় আটককৃত মাদক কারবারির দেহ তল্লাশি করে নিকট হতে ২০ পিস ইয়াবা মাদক জব্দ করে পুলিশ। 

ধৃত মাদক কারবারিকে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুর ১২ টায় থানা হতে বগুড়া জেলা আদালতে স্থানান্তর করা হয়। ধুনট থানার মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই প্রদীপ কুমার বর্মন উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল- fajlerabbi17@gmail.com
মোবাইল- 01701 048284

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم