*বার্তায় গরম খবর*
`°`°`°`°`°`°`°`°`°`
--//এম.আর.জামান//--
`°`°`°`°`°`°`°`°`
প্রত্যক্ষ দর্শন বিষয়ের আকর্ষিক আকর্ষণ
বাস্তব বস্তুনিষ্ঠ বার্তায় গরম খবর,
ঝুম ঝনঝা পেরিয়ে লেখে রিপোর্টার
সত্য সঠিক ঘটনার দীপ্ত প্রহর।
পরোক্ষ পক্ষ পাতে বর্ণিত বর্ণনায়
লিপ্ত লিপিবদ্ধে রমরমায় সবাই সরব,
কণ্ঠে বিলাপ বোল ব্যথার আকল
কাগজে কর্ষণ মুখে মুক্ত কলোরব।
অনুভবে অনুধাবন আপন মনের মগ্নতা
বিবেক বাহু অশুদ্ধ রাহুর রঙে,
প্রকৃত প্রতিচ্ছবি সংবাদ লেখে নিরবধি
শুদ্ধ জনের সৃষ্টি সৃজনশীল ঢঙে।
দ্রুত দূর্বার গতি দুরন্ত পথে
বৈরী ক্ষণেও বিরামহীন আপন কায়,
সুখ দুখের আভাস অসঙ্গতি প্রকাশ
তিক্ত সিক্ত অনুভূতি খবর পাড়ায়।
--------------------------------------------
#রচনা কাল : ০৭/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
#রচনার সময় : ০১:২৫ টায়।
#রচনা স্থান : শান্ত কুটির, উল্লাপাড়া, ধুনট, বগুড়া।
`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`°`
#প্রাণ প্রিয় শ্রদ্ধেয় সকল শুদ্ধ গনমাধ্যম কর্মী স্বজনদের প্রতি "বার্তায় গরম খবর" কবিতা খানি উৎসর্গ করলাম।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।