বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে শিশু অনামিকা (০৫) এর পায়ের উপর দিয়ে অটোরিকশা যাওয়ার কারণে তার পা ভেঙে যায়, এর বিচার চাওয়ায় তর্কাতর্কির এক পর্যায়ে বিবাদীদের আক্রমণে কামনা রাণী (১৮) নামে এক কুমারীকে বাঁশ ও রডের আঘাতে হাত ভেঙে দেয় বিবাদীরা। এ ব্যাপারে আহতদের পিতা রন্জন সরকার বাদী হয়ে, পরের দিন ধুনট থানায় নয় জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তা দিয়ে রন্জন সরকারের ছোটো মেয়ে অনামিকা দোকানে কিছু কেনার জন্য যাচ্ছিল, এ সময়ে নয় নম্বর বিবাদী সজীব চন্দ্র মালি শিশু অনামিকার পায়ের উপর দিয়ে দ্রুতবেগে তার অটোরিকশা উঠিয়ে দেয়, ফলে অনামিকার পা সাথে সাথে ভেঙে যায় ও মাটিতে পড়ে যায়, ঘটনা স্থলের জনসাধারণ অনামিকাকে ধরে তার বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার কারন ও সুষ্ঠ বিচার চাইতে রন্জন সরকার বিবাদী সজীব চন্দ্র মালির মুরুব্বিদের নিকট গেলে, কথাবার্তার এক পর্যায়ে বিবাদীরা তাকে কোনো বিচার না দিয়ে তারিয়ে দেয় এবং রড, লাঠি, দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে রন্জন সরকারের বাড়িতে আক্রমণ চালায়। আক্রমণের একপর্যায়ে রন্জনের বড়মেয়েকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে, আঘাত ঠেকানোর জন্য হাত বাড়িয়ে দিলে আঘাত তার হাতে লাগে ও হাত ভেঙে যায়। আঘাত গুরুতর হওয়ায় এখন সে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে, তদন্ত শেষে সঠিক দোষীদের খুজে বের করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
ইমেইল- fajlerabbi17@gmail.com
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।