বার্তা সম্পাদক:- এস এম ফজলে রাব্বী শুভ।

মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা আজ স্থবির হয়ে পড়েছে। স্থবির হওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথি।

করোনা সংক্রামণের ঝুঁকির কারণে স্কুল বন্ধ। তাই করোনাকালীন এই স্হবির সময়ে ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিতে, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানাতে, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী করতে, খাতা কলম দিয়ে অনুপ্রাণিত করলেন স্কুল শিক্ষিকা বিথি। নারীর মানবিক গুণাবলিই তার সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি ব্যবহার করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে তবেই সমাজে নারীর অবস্থান শক্ত হবে। এমন একজন মানবিক নারীর কথাই বলছি। 

ধুনট উপজেলার মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক এর মেয়ে  স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথি। ধুনটের এই উর্বর মাটিতে বেড়ে ওঠা তার শিশু কিশোর জীবন। অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে পথচলার এক  যুগ ধরে কাজ করছেন নারীদের অধিকার নিয়ে। গরিব অসহায় মানুষকে তিনি সবসময় ভালবাসতেন এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে  জীবন শেষ করতে চান। ফৌজিয়া হক বিথি বিশাল সংখ্যক নারীদের পাশে দাঁড়াতে কোন দিন অবহেলা করেনি। নির্যাতিত নারী, অসহায়, মেহনতি মানুষের পাশে থেকে সৎ সাহসকিতা নিয়ে প্রতিবাদের ভাষায় বার বার জেগে ওঠেছেন তিনি।শুধু তাই নয় এই করোনায় নিজেকে বিলিয়ে দিয়েছেন শুরু থেকেই।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم