বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ।
বগুড়া ধুনটে বেড়েছে জানালা দিয়ে মোবাইল চুরির ঘটনা। গত কয়েকদিনে পৌরসভায় বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায় অতিরিক্ত গরম হওয়ার কারনে অনেকেই রাতের বেলা উপরের জানালা খুলে রাখে। আর এই সুযোগে একটি চক্র রাতের বেলা ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে এই চক্রের সদস্যরা লাঠির সাহায্যে অভিনব কায়দায় মোবাইল ফোন চুরি করে।
গতকাল রাতে ধুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ভাড়া বাসা থেকে রাতের বেলায় ১৭ হাজার টাকা দামের মোবাইল ফোন চুরি করে। এ ব্যাপারে চুরি যাওয়া মোবাইলের মালিক সোহেল বলেন- গতরাতে প্রচন্ড গরমের কারনে জানালার নিচের পাট বন্ধ রেখে উপরের পাট খুলে রাখি। গভীর রাতে কে বা কাহারা জানালা দিয়ে লাঠির সাহায্যে অভিনব কায়দায় মোবাইল ফোন চুরি করে। যাওয়ার সময় চোর তার লাঠি ভিতরেই রেখে চলে যায়।
শুধু রাতে নয় শহরের প্রায় প্রতিটি পাড়া মহল্লায় দিনদুপুরে ঘুরে বেড়ায় এসব ছিচকে চোরদল। কোথাও টোকাই বেশে কোথাও কাজের লোক হিসেবে ঘুরে বেড়ানোর সুযোগে চুরি করছে মোবাইল, স্বর্নালংকার, নগদ টাকা, চার্জার লাইট, ফ্যান, কাপড়, জুতা, ল্যাপটপ, বিছানা চাদর। কোথাও কোথাও অপরিচিত এসব কিশোররা বাসা বাড়ীতে ঢুকে পড়ছে, কখনও কখনও জানালা দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে। অনেক সময় কেউ কেউ সন্দেহজকভাবে ঘুরাফেরা বা বাসা বাড়ীতে ঢুকলে জিজ্ঞাসা করলে কাউকে খোঁজা সহ নানা অজুহাতে কেটে পড়ে তারা। বিশেষ করে মোবাইল চোর চক্রের দৌরাত্ম শহর থেকে গ্রামজুড়ে বিস্তৃত হয়ে পড়েছে। সুযোগ পেলে মানুষের বাসা বাড়ী দোকানপাট থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র। চুরিকৃত এসব মোবাইল হারিয়ে কেউবা কিনে বিভিন্ন ধরনের বিপদেও পড়ছেন। এসব ছোট চুরির ঘটনা অবহিত করলেও কোন ফল না পাওয়ায় ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছেনা। ফলে চুরির উপদ্রব বেড়েই চলছে।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।