বার্তা সম্পাদক-এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়া ধুনটে এক আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১০ টাকা কেজি দরে খাদ্য বন্ধব কর্মসূচির ২৩০টি কার্ড ও ৪ হাজার কেজি চাল জব্দ করেছে বগুড়া র্যাব-১২।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। জানাগেছে, ডিলার নবাব আলী ও ডিলার আব্দুল হাদি মন্ডল ওই ইউনিয়নের সুবিধাভোগিদের কার্ড কম দামে ক্রয় করে এবং কিছু কার্ড বিতরণ না করেই চাল উত্তোলন করে তা কলোবাজারে বিক্রি করে আসছে।সোমবার দুপুরে বগুড়া গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর কর্মকর্তাবৃন্দ ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করেন। এসময় মিলের গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০টি কার্ড উদ্ধার এবং ৪ হাজার কেজি মোটা চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি উপস্থিত ছিলেন।
তবে এবিষয়ে আওয়ামী লীগ নেতা নবাব আলী বলেন, চালগুলো তার মিলের। আর কার্ডগুলো সুবিধাভোগিদের মাঝে বিতরণ করার জন্যই তার হেফাজতে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি খাদ্যবন্ধব কর্মসূচির ২৩০টি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে চালগুলো পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। এবিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।