বার্তা সম্পাদক:- এস এম ফজলে রাব্বী শুভ।
বগুড়া ধুনটে উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়।
ধুনট উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।
ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, দপ্তর সম্পাদক আফছার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক, সিরাজুল হক লিটন, ধুনট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রতন মাহমুদ, রফিকুল ইসলাম মুঞ্জু, নূরনবী, যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম, সহ-সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা আরিফ, রোকনুজ্জামান বিপুল, তারেক হাসান, সম্রাট, আব্দুল লতিফ ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।