বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ।

বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হারেজ উদ্দিন আকন্দ।

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল ইসলামের মৃত্যুর কারণে পদটি শূণ্য হওয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া জনাব মোঃ মাহবুব আলম শাহ কর্তৃক ১৪ সেপ্টেম্বর/২০ তারিখের স্বারক নং ১৭.০৪.১০০০.০০০.৪১.০০১.২০-৭৭২ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ বিধি অনুযায়ী বগুড়া জেলার ধুনট উপজেলার ০২নং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের জন্য সময়সূচীর প্রজ্ঞাপন জারী করায় ২০১০ এর বিধি ১১ অনুযায়ী ধুনট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জনাব মোঃ মোকাদ্দেস আলীর গণবিজ্ঞপ্তি অনুযায়ী অদ্য ২১ সেপ্টেম্বর বেলা ১টা পর্যন্ত তিন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার  মধ্যে গত ১৯ সেপ্টম্বরে মনোনয়ন পত্র উত্তোলন করেন কালেরপাড়া গ্রামের মরহুম চেয়ারম্যান সাইফুল ইসলাম সাহেবের পুত্র মোঃ তারিকুল ইসলাম, ২০ সেপ্টেম্বর কালেরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর পুত্র মোঃ লিটন আহমেদ এবং ২১ সেপ্টেম্বর কালেরপাড়া ইউনিয়নের অনারপুর গ্রামের মোঃ আলতাফ হোসেন মন্ডলের পুত্র মোঃ আবু রায়হান কবীর মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم