বার্তা সম্পাদক:- এস এম ফজলে রাব্বী শুভ।

আলোকিত, নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাসযোগ্য পৌরসভা গড়তে চাই।
- মেয়রপ্রার্থী রেজাউল করিম রেজা।

বগুড়ার ধুনটে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে খুলি বৈঠকের অংশ হিসাবে ৪নং ওয়ার্ডে খুলি বৈঠকে তিনি বলেন-
"আমি ধুনট পৌরবাসীকে একটি সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত পৌরসভা উপহার দিতে চাই। যার সবকিছু থাকবে পরিকল্পনা মাফিক সাজানো গোছানো। সে সকল কাজগুলো হলো- আলোকিত, নিরাপদ, পরিছন্ন ও পরিবেশ বান্ধব বাসযোগ্য আদর্শ ধুনট  পৌরসভা উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে আমার মুল লক্ষ।
অন্যায়, অনিয়ম, দূর্নীতি, অনৈতিকতা ও রাজনীতি পেশীশক্তির কবল থেকে পৌরবাসিকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করবো। জলাবদ্ধতা দূরীকরনে আগ্রধিকার ভিক্তিতে বিভিন্নস্থানে ড্রেনেজ পদ্ধতির ব্যবস্থা এবং পৌরসভার রাস্তাগুলোতে সোডিয়াম লাইটিং বসানো হবে। পৌরসভার গুরুত্বপূর্নস্থানে পাবলিক টয়লেট নির্মান ও ময়লা-আর্বজনা পরিস্কারের তাৎক্ষনিক ব্যবস্থা করা হবে।
পৌর এলাকার বাকি প্রত্যেক গ্রামে গুলোতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই। এবং আমি আশা করি মানুষ যদি সেই সুযোগ দেয় তাহলে পৌরসভার কোন রাস্তার কাজ পাকাকরনে বাকি থাকবেনা।
গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেয়, আর যদি নির্বাচিত হতে পারি তাহলে পৌর পিতা হিসাবে নয়; নাগরিক বন্ধু ও সেবক হিসেবে কাজ করতে চাই।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও বিজ্ঞানমনস্ক করে তাদের নিয়েই ধুনট পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে দাঁড় করাতে চাই। উন্নয়নের ছোঁয়ায় সেখানে উদ্ভাসিত হবে আমাদের নাগরিক সুবিধা।
আমার জন্য দোয়া করবেন; আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম চাঁন, ধুনট প্রেস ক্লাবের সভাপতি কামরুল আনসারী, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা আয়ুব আলী।উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, ছাত্রনেতা আরিফুল ইসলাম মিঠু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم