নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার ধুনটে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে  উদ্যোগে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন এর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট পাইলট উচ্চ বিদ্যালয় ও ধুনট ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অম্মৃত কুমার লিটনের উদ্যোগে আজ শুক্রবার ২১ আগস্ট বাদ আসর ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদে এই দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অম্মৃত কুমার লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার, ধুনট সদর ইউনিয়নের সাবেক সদস্য মোঃ খোকন মিয়া সহ কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সৌরভ হাসান, ছাত্রলীগ নেতা সোহাগ হাসান, রাশেদ খান, রায়হান হোসেন, মনির হাসান আশিক প্রমুখ।

উল্ল্যেখ যে, ২০০৪ সালের ২১ আগষ্ট বিএনপি-জামাত শিবিরের গ্রেনেড হামলা শিকার হয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আরও অনেক নেতা কর্মি, গ্রেনেড হামলার দন্ড প্রাপ্ত আসামিদের দ্রুত সাজা কার্যকর করার দাবিতে ধুনট উপজেলা আওয়ামী লীগ ও ধুনট উপজেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم