এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়াঃ-

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ধুনটে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক ভাবে খুলি বৈঠক করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম রেজা।

আজ বাদ মাগরিব পৌর এলাকার ১নং ওয়ার্ডের আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের সামনে সাবেক ছাত্রলীগ নেতা অমৃত কুমার লিটনের আয়োজনে এক পথসভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল রাজি বুলেটের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র প্রার্থী রেজাউল করিম রেজা। বক্তব্যে তিনি বলেন- আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে সুন্দর, মাদকমুক্ত ধুনট গড়বো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য শফিকুল ইসলাম চাঁন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী বিকাশ কুমার, উপজেলাস্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি জামাল আকন্দ, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সৌরভ হাসান সহ  ১নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم