নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ি ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকার ৩২০ টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ১২৫ জন মায়ের কাছে শিশু খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব, সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ জনাব কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাবা নাজনীল নাহার, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব, মুহাম্মদ আসিফ ইকবাল সনি সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم