নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরের আগাছা পরিস্কার সহ সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
গত এক সপ্তাহ ধরে এ কাজ অব্যাহত রয়েছে।
শনিবার দুপুরে পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন এবং উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরের ময়লা আবর্জনা, আগাছা পরিষ্কার সহ উপজেলা চত্ত্বরের পুকুর পরিস্কার করে মাছের পোনা অবমুক্ত করা হবে। সেই সাথে পুকুরের চার পাশে বসার ব্যবস্থাও রাখা হবে।
এছাড়াও উপজেলা পরিষদে আগমনকারী জনসাধারণ যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেজন্য বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, সঞ্জয় কুমার মহন্ত বলেন- একটা সুন্দর পরিবেশ সবারই কাম্য। উপজেলা পরিষদের চত্ত্বরে একটি মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন বলেন- পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর উপজেলা পরিষদ চত্ত্বরের পরিবেশ সুন্দর রাখতে আমার সব ধরণের সহযোগিতা থাকবে।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।