নিজস্ব প্রতিবেদক:
বগুড়া ধুনটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বড় ছেলে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭১ তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির আয়োজনে এই জন্মদিন পালনের আয়োজন করা হয়। বুধবার বিকেল তিনটায় ধুনট সদরে মুজিব চত্বরে আনুষ্ঠানিক ভাবে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ কামাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শহিদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উত্সমুখ ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্রও ছিলেন শেখ কামাল। স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাত্পদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি পুত্র মুহাম্মদ আসিফ ইকবাল সনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন শেখ, সদস্য রাজিবুজ্জামান রাজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সরকার, সবুজ হাসান সালমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রোকনুজ্জামান সনম, শামীম হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ডেভিট, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমুখ।

1 تعليقات

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

إرسال تعليق

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم