এস এম ফজলে রাব্বী শুভ,ধুনট, বগুড়াঃ-

বগুড়া ধুনটের ২নং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন বিপ্লব হোসেন মেম্বার।

২৩ আগষ্ট রবিবার বিকেল ৩ টায় ২ নং কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সকল সদস্যের মতামত শুনানী অন্তে ০৮ (আট) নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বিপ্লব হোসেন ০৮ (আট) ভোট পেয়ে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য-সদস্যার উন্মুক্ত ভোটের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং প্যানেলে মোঃ বিপ্লব হোসেন ০৮(আট) ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম ০৪ (চার) ভোট ও ২নং প্যানেলে মোঃ আব্দুল হান্নান আকন্দ ০৮ (আট) ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছাইফুল ইসলাম (০৪) ভোট এবং ৩য় প্যানেলে মোছাঃ চায়না খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم